দিলীপ চন্দ, ফরিদপুর : হিমেল হাওয়া আর কনকনে শীত। ফরিদপুর ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ে শৈত্য প্রবাহ মিলের শীত জেঁকে ধরেছে সবাইকে। হিমহিম ঠান্ডা আর কুয়াশায় অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। শীতের তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত  অসহায় এই দুঃস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে  শীতার্তদের দিকে হাত বাড়িয়ে দেয় ফরিদপুর শ্রীধাম শ্রী অঙ্গন।

শ্রীধাম শ্রী অঙ্গন অসহায় দুস্থ, মহানাম সম্প্রদায়ের বিভিন্ন মন্দির, মোহন্ত সম্প্রদায়, হরিজন পল্লীর শীতার্ত গরিব দুঃস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন।

শ্রীধাম শ্রী অঙ্গনের সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের সভাপতিত্বে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকাল তিনটায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, শ্রীমৎ পরাশর বন্ধু ব্রহ্মচারী সহ-সম্পাদক মহানাম সম্প্রদায়, শ্রীমৎ বন্ধু কল্যাণ ব্রত ব্রহ্মচারী কোষাধ্যক্ষ মহানাম সম্প্রদায়, শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারী কার্যনির্বাহী সদস্য মহানাম সম্প্রদায়, শ্রীমৎ রুদ্রবন্ধু ব্রহ্মচারী শ্রী অঙ্গন সেবক, শ্রীমৎ অনন্ত বন্ধু ব্রহ্মচারী সেবাইত শ্রীধাম শ্রী অঙ্গন, শ্রীমৎ কৃষ্ণ বন্ধু ব্রহ্মচারী আশ্রম সেবক, শ্রীমৎ সরজিত বন্ধু ব্রহ্মচারী আশ্রম সেবক, শ্রীমৎ বন্ধু কমল ব্রহ্মচারী আশ্রম সেবক প্রমুখ।

এই তীব্র শীতের মাঝে কম্বল পেয়ে হাসি ফুটেছে শীতার্ত ভক্তদের মুখে।

(ওএস/এসপি/জানুয়ারি ১৭, ২০২৩)