নওগাঁ প্রতিনিধি : রবিবার সকালে নওগাঁয় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শহরের বাঙ্গাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দীন। বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ডা. জাহিদ নজরুল চৌধূরী, ডা. কাজী মিজানুর রহমান, নওগাঁ পৌসভার স্বাস্থ্য পরিদর্শক মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

জেলায় এক সপ্তাহে ৫ থেকে ১২ বছর বয়স পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার ৪৩৭ জন ছাত্র-ছাত্রীকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

(বিএম/এএস/অক্টোবর ১৯, ২০১৪)