নওগাঁ প্রতিনিধি : শনিবার দিনগত রাত ২টার দিকে নওগাঁর ধামইরহাটে গলায় ওড়না পেঁচিয়ে পেয়ারা গাছের সঙ্গে ফাঁস দিয়ে লতিফা বেগম (৩৫) নামে এক গৃহবধুর আত্মহত্যা করেছে। দাম্পত্য কলহের জের ধরেই এ ঘটনা ঘটে বলে গ্রামবাসী জানায়।

জানা গেছে, ঘটনার রাতে উপজেলার উত্তর দূর্গাপুর গ্রামের মৃত নইমুদ্দিনের কন্যা লতিফা বেগমের সঙ্গে উপজেলার নানাইচ গ্রামের বদরুদ্দিনের ছেলে জাহিরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে জাহিরুল শ্বশড় বাড়ি এলাকায় পৃথক বাড়ি নির্মাণ করে বসবাস করত। গ্রামবাসী জানায়, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে-মধ্যেই ঝগড়া বিবাদ বাধতো। গত সপ্তাহে স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে স্বামী জাহিরুল ইসলাম ঢাকায় চলে যায়। রবিবার এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

(বিএম/এএস/অক্টোবর ১৯, ২০১৪)