রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শীতবস্ত্র বিতরণ করেন নেতারা।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের আগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। সেই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল মোমিন আকন্দ কাউসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়া আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সদর দক্ষিণ শাখার আহ্বায়ক এম গোলাম মোস্তফা মুকুল, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহেদ আলী, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রুকনুজ্জামান, সহ-সভাপতি আজাদ সওদাগর, ধর্ম বিষয়ক সম্পাদক সম্পাদক শ্যামল রাজ, সহ-সাংগঠনিক মোহাম্মদ আলী, শহর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আরাফাত হোসেন শিশির, প্রচার সম্পাদক শাকিল লস্কর প্রমুখ।

আলোচনা সভায় বিএনপিনেতা এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বর্তমান সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। এ সরকারের আমলে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আজকে বাজারের প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে। অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই সরকারকে সরিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।

(আরআর/এএস/জানুয়ারি ২০, ২০২৩)