চাটমোহর প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন পাবনা জেলার প্রথম পুনর্মিলনী উপলক্ষ্যে পাবনার ইতিহাস ঐতিহ্য নিয়ে নিয়ে এবার গান লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের গীতিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দৈনিক কালবেলার চাটমোহর প্রতিনিধি ইকবাল কবীর রনজু। 

প্রচলিত সুরে এ গানটিতে কন্ঠ দিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত সঙ্গীত শিল্পী রাবিয়ান এস এম আলী আহম্মেদ। গানটির কম্পোজ করেছেন তরুন কম্পোজার সিদ্দিক মিলন।

শনিবার (২১ জানুয়ারি) পাবনার রতœ দ্বীপ রিসোর্টে অনুষ্ঠিত পাবনা জেলার রাবিয়ানদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে ‘আমরা রাবির প্রাক্তন ছাত্র ছাত্রী’ শিরোনামের গানটি মঞ্চে পরিবেশন করেন শিল্পী আলী আহম্মেদ। গত শুক্রবার গানটি শিল্পী তার নিজস্ব ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া পরে যায়।

গানটি প্রসঙ্গে গীতিকার ইকবাল কবীর রনজু জানান, গানটি যেহেতু পাবনা জেলার রাবিয়ানদের পুনর্মিলনী উপলক্ষ্যে তৈরী করা তাই রবি’র কিছু কথা সন্নিবেশ করা হলেও মূলত পাবনা জেলার ইতিহাস ঐতিহ্যের যতটুকু তুলে আনা সম্ভব তার চেষ্টা করেছি। আশা করছি সকল শ্রেণীর শ্রোতার গানটি ভাল লাগবে।

(এস/এসপি/জানুয়ারি ২২, ২০২৩)