গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : এ উপমহাদেশের প্রখ্যাত 'মরমি' সঙ্গীত খ্যাত মলয়া গানের স্রষ্টা, আধ্যাত্মিক সাধক কবি মহর্ষি মনোমোহন এর ১৪৫-তম জন্মবার্ষিকী আগামি ২৫ জানুয়ারি (১০ মাঘ) বুধবার। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও মহর্ষির জন্মোৎসবকে কেন্দ্র করে তাঁর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে অবস্থিত মহর্ষির সমাধিস্থল 'আনন্দ আশ্রম' প্রাঙ্গণে দুই দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ বছর কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে 'আনন্দ নন্দিনী' শীর্ষক একটি সর্ব্বধর্ম্ম ও মলয়া সঙ্গীত এবং আবৃত্তি (মহর্ষি রচিত উপবন ও তপোবন কাব্যগ্রন্থ থেকে) বিশাল আকারে একটি জমজমাট প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীতায় অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা 'ক' গ্রুপে এবং 'খ' গ্রুপে 'উন্মুক্ত' হিসেবে সকলেই অংশ নিতে পারবে। ইতিমধ্যে দুই গ্রুপে সারাদেশ থেকে শতাধিক প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন বলে আয়োজক সংগঠন মহর্ষি মনোমোহন ফাউন্ডেশন থেকে নিশ্চিত করা হয়েছে।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে কলকাতা বেতারের প্রাক্তন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী মমতাজ বেগম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট উচ্চাঙ্গ ও নজরুল সঙ্গীত শিল্পী করিম এইচ খান, বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত বিশিষ্ট যন্ত্রশিল্পী (সেতার) তানসেন খান ও বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানটের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী (তবলা), সিনিয়র সাংবাদিক ও আবৃত্তিশিল্পী গৌরাঙ্গ দেবনাথ অপু দায়িত্ব পালন করবেন।

প্রতিযোগিতা শেষে সারা রাতব্যাপী অনুষ্ঠেয় সর্ব্বধর্ম্ম ও মলয়া সঙ্গীতের আসরে প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া প্রতিযোগীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট কণ্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

এদিকে কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনভর নানা ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে রাত ৮-টায় সাতমোড়া আনন্দ আশ্রমের বিশাল মঞ্চে 'মহর্ষির জীবন ও সাধনা' শীর্ষক এক ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হবে। ধর্ম সভায় দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা উপস্থিত থেকে ইহধামে বেঁচে থাকা মহর্ষির মাত্র ৩২ বছরের জীবন ও সাধনার পাশাপাশি তাঁর রেখে যাওয়া 'অসাম্প্রদায়িক চেতনা ও দর্শন' নিয়ে সারগর্ভ আলোকপাত করবেন। পরে সারারাতব্যাপী অনুষ্ঠেয় মহর্ষি রচিত 'মলয়া' গানের আসরে দেশের বরেণ্য কণ্ঠশিল্পীদের পাশাপাশি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের খ্যাতিমান দুই বিশিষ্ট কণ্ঠশিল্পী সুনীল কর্মকার ও পাগল রফিক সরকার সঙ্গীত পরিবেশন করবেন বলে আয়োজকেরা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দুইদিনব্যাপী আয়োজিত মহর্ষির জন্মোৎসব উদযাপন কমিটির অন্যতম নীতি নির্ধারক ও মহর্ষির প্রপৌত্র স্বরূপ রতন দত্ত দয়ালমনি এ প্রতিবেদককে জানান,'এবারের আয়োজন অন্যান্যবারের চেয়ে একটু ভিন্ন আঙ্গিকে নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। বিশেষ করে প্রথম দিনে অনুষ্ঠেয় সর্ব্বধর্ম্ম ও মলয়া সঙ্গীত প্রতিযোগীতায় দুই গ্রুপেই এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে শতাথিক প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। তাই আশা করছি, প্রতিযোগীতাটি এবছর বেশ জমজমাট ও উপভোগ্য হবে।'

তিনি আরও বলেন, এছাড়া দ্বিতীয় রজনীতে অনুষ্ঠেয় মহর্ষি মনোমোহনের জীবন ও সাধনা শীর্ষক ধর্মালোচনা সভাতেও এবছর বেশ কিছু গুণী আলোচক উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। পাশাপাশি আমাদের বিশ্বাস, সারারাতব্যাপী মলয়া গানের আসরেও গুণী কণ্ঠশিল্পী সুনীল কর্মকার ও পাগল রফিক সরকারসহ দেশের বরেণ্য কণ্ঠশিল্পীরা অংশ নিয়ে এবারের ১৪৫-তম মহর্ষির জমজমাট জন্মোৎসবটি ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। তাই আমরা বিনয়ের সঙ্গে, জন্মোৎসব উপলক্ষে নেয়া দুই দিনের এই ব্যাপক কর্মসূচিতে দেশ বিদেশের সকল দয়াময় নামের অনুসারীসহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য আনন্দ আশ্রম কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি।"

প্রসঙ্গত, মহর্ষির ১৪৫-তম জন্মোৎসব উপলক্ষে আনন্দ আশ্রম প্রাঙ্গণের আশে পাশে মেলার হাঁটের মতো শত শত দোকানে বিভিন্ন আকর্ষণীয় পশরা সাজিয়ে উৎসবস্থলটিকে দৃষ্টিনন্দন ও একটি নান্দনিক রূপ দেয়া হয়েছে। ইতিমধ্যে ভারতসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দয়াময় নামের অনুসারী ভক্তবৃন্দ উৎসবস্থলে এসে পৌঁছে গেছেন। প্রচন্ড শীতকে উপেক্ষা করে এ বছরও জন্মোৎসবস্থলে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটবে বলে আয়োজকেরা ধারণা করছেন।

তবে নবীনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার সোমবার দুপুরে এ বিষয়ে উত্তরাধিকার ৭১ নিউজ পোর্টাল ও দৈনিক বাংলা ৭১ কে জানান, 'দুই দিনের এই উৎসবস্থলের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য উৎসবস্থলে পর্যাপ্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। তবে জন্মোৎসবকে কেন্দ্র করে কোন ধরণের মাদক, জুয়াসহ অশ্লিল কিংবা অসামাজিক কোন কার্যকলাপ চোখে পড়লে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশকে সেভাবেই যথাযথ নির্দেশনা দেয়া হয়েছে।"

(জিডি/সএসপি/জানুয়ারি ২৩, ২০২৩)