নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , শহরের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান “সানন্দা বিউটি পার্লারের” সত্বাধিকারী লিপি সাহা (৪৪) শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান লোকান্ স্বঃগচ্ছতু)। ব্রেণ হেমারেজের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্বামী ডাক্তার কৃষ্ণ কমল সাহা তার  স্ত্রী লিপি সাহ কে নিয়ে শহরের টাইম স্কয়ারে ভাড়া থাকতেন। তিনি স্বামী ও ২ পুত্র রেখে গেছেন। 

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সবার প্রিয় জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিপি সাহা গত কয়েকদিন আগে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। নওগাঁয় প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তাকে রাজশাহীতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকার একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। শনিবার সকালে মরদেহ নওগাঁয় পৌঁছালে শহর জুড়ে শোকের ছায়া নেমে পড়ে। শনিবার দুপুরে নওগাঁর কালিতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এদিকে নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। খাদ্যমন্ত্রী এক শোকবার্তায় প্রয়াত নেত্রী লিপি সাহার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। খাদ্যমন্ত্রী বলেন, লিপি সাহা ছিলেন সংগঠনের জন্য একজন নিবেদিত প্রাণ। সে যে এতো তাড়াতাড়ি চলে যাবে ভাবতেই পারছি না।

অপরদিকে লিপি সাহার অকাল মৃত্যুতে নওগাঁর রাজনৈতিক অঙ্গনসহ সকল মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনসহ জেলা আওয়ামীলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

(বিএস/এসপি/জানুয়ারি ২৮, ২০১৩)