প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সারাদিন ব্যাপী গোপালপরদী আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের প্রদত্ত সেবা সমূহ সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রদানের জন্য দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের আয়োজন করেছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান সমবায় সমিতি গঠন ক্ষুদ্র ঋণ বিতরণ দক্ষতা উন্নয়ন মূলক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান উঠান বৈঠকের আয়োজন কৃষি ও কৃষি সামগ্রী প্রদান প্রাণি সম্পদ সেবা প্রদান, পরিবার পরিকল্পনা সেবা প্রদান মহাসমাবেশ সামাজিক সম্প্রীতি সমাবেশ, জন্ম নিবন্ধন সহ সকল দাপ্তরিক সেবা সমূহ অবগত করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হক এ প্রসঙ্গে বলেন, সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের সেবাসমূহ আশ্রায়ন প্রকল্প বাসীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রয়াসে উপজেলা প্রশাসন একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে পর্যায়ক্রমে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাকি আশ্রয়ন প্রকল্প গুলো তে আমরা এরকম সমন্বিত উদ্যোগ গ্রহণ করব।

এ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির ভাইস-চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সাহেব ফকির সহ সরকারি একাধিক কর্মকর্তাদের ও আশ্রন প্রকল্প ভুক্তভোগী জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন।

(পিবি/এসপি/জানুয়ারি ২৯, ২০১৩)