বিনোদন ডেস্ক : তিনি বলিউডের বাদশা তা আবারও প্রমাণ করলেন ‘পাঠান’ সিনেমা দিয়ে। ৫৭ বছরও বয়সেও তিনি তারুণ হিরোদের হার মানিয়ে দিয়েছেন। এখন সাবই শাহরুখ বন্দনায় মগ্ন।

কিং খান যে মারমুখী ‘অ্যাকশন’ কারিশমা দেখাতে পারেন আরও একবার দেখালেন। তার ‘পাঠান’ ঝড়ে রীতিমতো কাঁপছে বক্স অফিস।

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। ভারতজুড়ে চুটিয়ে ব্যবসা করছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলারটি। মাত্র চার দিনেই ভারতে এই সিনেমা আয় করেছে ২০০ কোটি রুপি। সারাবিশ্বের ব্যবসার নিরিখে সিনেমাটির আয় ৪০০ কোটি রুপি।

আগের সব রেকর্ড ভেঙে হিন্দি ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করল ‘পাঠান’। তাও কেবল ৩ দিনে। প্রথম হিন্দি ছবি, যা ভারতে এক দিনে ৭০ কোটি রুপি তুলে নিয়েছে। এ ছাড়াও এসএস রাজামৌলির ‘বাহুবলী-২’, যশের ‘কেজিএফ-২’-এর হিন্দি ডাবড ভার্সনকেও ব্যবসার নিরিখে টেক্কা দিয়েছে ‘পাঠান’।

ঝুলিতে একের পর এক ব্যর্থ সিনেমা। বক্স অফিসে মেলেনি প্রত্যাশিত সাফল্য। অনেকেই ভেবেছিলেন, বাদশার রাজত্বকাল শেষ। কিন্তু শাহরুখ আরও একবার প্রমাণ করলেন বলিউডের একমাত্র ‘কিং’ খান তিনি।

(ওএস/এসপি/জানুয়ারি ২৯, ২০১৩)