নগরকান্দা প্রতিনিধি : "বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ রোধকল্পে ফরিদপুরের নগরকান্দায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার বেলা ১১ টায় নগরকান্দা থানার উদ্যোগে ও চরযশোরদী ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে ইউনিয়নের বানেশ্বরদি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভাটি থানা অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিট অফিসার এস আই নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, চরযশোরদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলম, সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, ব্যবসায়ী রেজাউল আলম রিজু সহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গন্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

(পিবি/এসপি/জানুয়ারি ২৯, ২০১৩)