নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ২০২১-২২ অর্থ বছরের ভানারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) উপকারভোগীদের মাঝে সঞ্চয় ফেরত প্রদান করা হয়। 

আজ মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা কমপ্লেক্সের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সঞ্চয় ফেরত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আমিনা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম।।

উপজেলার ৮টি ইউনিয়নে ২হাজার ৪শ' ৪৬ জন প্রতিজন ফেরত পেল ৪ হাজার ৮শ' ৬৫টাকা করে মোট ১ কোটি ১৮ লখ ৯৯ হাজার ৭শ’ ৯০ টাকা। এদিন নিয়ামতপুর সদর ইউয়িনের ২শ’ ৮০ জন উপকারভোগীর মাঝে মোট ১৩ লাখ ৬২ হাজার ২শ’ টাকা ফেরত প্রদান করা হলো।

(বিএস/এসপি/জানুয়ারি ৩১, ২০১৩)