নীলফামারীতে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক আয়োজিত 'বিসিক উদ্যোক্তা মেলা' উদ্বোধন হলো নীলফামারীতে। বড় মাঠে ১ ফেব্রুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত এই মেলা চলবে। বুধবার সকাল সাড়ে এগারটায় মেলার উদ্বোধন উপলক্ষে মেলা প্রাঙ্গণে একটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ সভাপতি এস এম শফিকুল আলম ডাবলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার।
মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে। পাশ্ববর্তী জেলা থেকেও এই মেলা অংশ নিয়েছে।
জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
(ওআরকে/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৩)