স্টাফ রিপোর্টার : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুই হাজার ৪৬৭ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ১১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০২৩)