অসভ্যর এই নগরে
.jpg)
অমল তালুকদার
সভ্যতারে দিলাম মাটি
অসভ্যর এই নগরে
সততার এই বাসন-ঘটি
দিলাম চিরতরে কবরে
সতী নারীর পতি'র পতন
ভাসছে দুঃখের সাগরে
অসতীদের বাজার গরম
কাটে ডুব-সাতার তার নাগরে
মেধা-মনন শিকোয় উঠছে
জ্ঞানী'র মাথায় ছালি
অজ্ঞানি আর অজ্ঞ মিলে
ঝারছে সততার ওই কালি
বিশ্বাস-ভক্তি শ্রীঘর বন্দী
কম্বলও তার দখলে
শষ্যের তেলে ভেজাল দেখি
এখন আতর ঘষি বগলে
ঠোটপোড়া এই সত্যবুলি
আওরাই না বাজারে
বিষেভরা নখড় দেখি
জানি প্রাণ যাবে মোর বেঘোরে