স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল সমর্থক আছে আগে থেকেই। তবে এবারের বিশ্বকাপ নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের। এ দেশের মানুষের আর্জেন্টিনা এবং মেসিকে নিয়ে এত আবেগ, খবর ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে।

বাংলাদেশের মানুষকে বিশ্বকাপের সময় ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার হ্যান্ডলেও তখন বাংলাদেশকে নিয়ে পোস্ট দেওয়া হয়েছিল।

তবে যাকে ঘিরে এতটা উম্মাদনা, সেই মেসির বাংলাদেশ নিয়ে তেমন কোনো মন্তব্য চোখে পড়েনি। অবশেষে বিশ্বকাপজয়ী অধিনায়ক জানালেন, বাংলাদেশের মানুষদের সমর্থনের বিষয়টি তিনি দেখেছেন।

বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারে এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ এবং এ দেশের মানুষদের আর্জেন্টিনা ও মেসিকে সমর্থনের প্রসঙ্গটি।

মেসি কি বিষয়টি জানেন? জবাবে আর্জেন্টাইন সুপারস্টার বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি (বাংলাদেশের সমর্থন)। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, সত্যিই দুর্দান্ত।’

এর আগে বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার কোচ স্কালোনি বাংলাদেশকে নিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।’

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৩)