নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৪০ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা। নিহতদের বেশিরভাগ কেয়া পরিবহনের যাত্রী বলে জানা গেছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মশিউর রহমান, পুলিশ সুপার বাসুদেব বনিক, বড়াইগ্রাম ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


পুলিশ জানায়, সোমবার বিকেল তিনটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে নাটোর থেকে গুরুদাসপুরগামী অথৈ পরিবহন ও বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী কেয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় অন্তত ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতদের লাশ স্থানীয় হাইওয়ে থানায় রাখা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার তৎপরতা চলছে।

(এমআর/এএস/এটিআর/অক্টোবর ২০, ২০১৪)