স্টাফ রিপোর্টার : বিএনপির ১০ দফা দাবি অবাস্তব। তাদের এ দাবির কোনো মূল্য নেই। বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধান অনুসারে বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা পাকার মাথা বাজারে পথসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, বিএনপির আমলে ভোলার মানুষকে অনেক অত্যাচার ও নির্যাতন করেছে। ভোলার মানুষ তা ভুলে যায়নি। লালমোহনে বিএনপির অত্যাচারের ভয়ে নারীরা পানির মধ্যে নেমে লুকিয়েছিল। সেখান থেকে তাদের ধরে এনে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। বিএনপি একটি অত্যাচারী দল।

আওয়ামী লীগের প্রবীণ এ নেতা আরও বলেন, আমাদের প্রাণের দাবি ভোলা-বরিশাল ব্রিজ। এ ব্রিজ হবেই হবে।

এছাড়াও তোফায়েল আহমেদ ভোলা সরদ উপজেলার পরানগঞ্জ, জংশন, রাজাপুরসহ বিভিন্ন এলাকায় পথসভা করেন। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৩)