জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : আজ মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম (বিপিএম, পিপিএম বার) এর দিক নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম এর নেতৃত্বে বিশেষ টিম নিয়ে টঙ্গী মাজার বস্তিতে অভিযান পরিচালিত হয়। টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় অভিযানে ২৫শ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির নগদ ১৯ হাজার টাকাসহ দুইজন গ্রেফতার হয়েছে। 

এছাড়াও তিনজন ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। থানাসূত্র হতে জানাযায় জব্দকৃত হেরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদ করা হলে টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তির ইমান আলীর ছেলে রবিউল ইসলাম বাবুর সাথে তাদের মাদক ব্যবসায় পারস্পরিক সম্পৃক্ততার কথা স্বীকার করে।

আটককৃত আসামীদ্বয় হলো, ১। ফরিদা ওরফে ফজলী (৩৯), পিতা-আঃ খালেক, স্বামী-হাবিবুর রহমান, স্থায়ী গ্রাম-মাটিকাটা, উপজেলা/থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী এবং ২। মোছাঃ রহিমা বেগম (৫০), স্বামী-মৃত নাসির উদ্দিন, স্থায়ী গ্রাম-উত্তর আরিচপুর, মাজার বস্তি, উপজেলা/থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর।

(জেজে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৩)