নগরকান্দা প্রতিনিধি : নগরকান্দা থানার আয়োজনে "বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে আজ বুধবার লস্কারদিয়া ইউনিয়নের শামা ডেইরি ফার্ম মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ,নারী নির্যাতন,কিশোর গ্যাং,সাইবার ক্রাইম রোধে বিট পুলিশিং সভায় মোক্ষম বিষয়।

বিট পুলিশিং সভায় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা - সালথা থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) আসাদুজ্জামান শাকিল, ওসি তদন্ত বিকাশ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লস্কারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসকেন্দার আলী, আওয়ামী লীগ নেতা পলাশ খান, ওহাব তালুকদার, কাজী ছানোয়ার, আমিনুর মোল্লা, শহিদুল, মামুন মিয়া, সিরাজ জুমাদ্দার, ইদ্রিস মাতুব্বর সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিট পুলিশিং সভায় লস্কারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন ইউনিয়নের বিভিন্ন স্হানে জোয়া বসে এবং জোয়া খেলার ধরন পাল্টে মোবাইলে লুডু খেলা চলে,বহিরাগত লোকের প্রবেশে জোয়া খেলার জমজমাট হচ্ছে। এছাড়া ইউনিয়নে বাল্যবিয়ে কমে গেছে, চুরি ছিনতাইও অনেক কমেছে।

নগরকান্দা - সালথা থানার সার্কেল আসাদুজ্জামান শাকিল বলেন, শুধু লস্কারদিয়া ইউনিয়ন নয় নগরকান্দা - সালথা থানায় যে কোন অপ্রীতিকর ঘটনা কোথায় যাতে না ঘটে সেই দিকে লক্ষ রেখে আমাদের পুলিশ সবসময় আপনাদের সাথে আছে এবং থাকবে।পুলিশের পাশাপাশি আপনারা যারা আছেন খেয়াল রাখবেন।পাশাপাশি কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তাহলে আমাদের থানা পুলিশকে অবগত করবেন। ৯৯৯ নাম্বারে ফোন দিয়েও পুলিশের সেবা নিতে পারেন, আমাদের পুলিশ সবসময় আপনাদের সেবা দিতে প্রস্তুত রয়েছে।

নগরকান্দা থানা'র অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন এলাকার চুরি,ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক বাল্যবিয়ে সহ যে কোন অপ্রীতিকর ঘটনার রোধে থানার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সভায় এলাকাবাসী তথা আপনাদের অবগত করছি। এছাড়া প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ নিয়োজিত রয়েছে যে কোন ধরনের সমস্যা হলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন।

(পিবি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)