ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : 'সন্ত্রাস এবং উগ্রবাদ প্রতিরোধ শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, সমাজের সব শ্রেণিপেশার সহযোগিতা দরকার। সমাজের সকলের সহযোগিতায় উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, নির্মূলে চেষ্টা চালিয়ে যেতে হবে এ জন্য শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গনমাধ্যমকর্মীদেরকে এগিয়ে আসতে হবে।'

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃক 'উগ্রবাদ প্রতিরোধে শিক্ষক, ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা' শীর্ষক নীলফামারী পুলিশ লাইনে আজ বুধবার দিনব্যাপী সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলামের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক ওহিদুল হক।

সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিটিটিসি (ডিএমপি) নাজমুল ইসলাম।

(ওকে/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৩)