ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস করানোর কথা থাকলেও মঙ্গলবার ডোমারের চিলাহাটি বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগে বন্ধ করে দেওয়া হয়। এ অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা খাতুন, সহকারী শিক্ষক আফরোজা বেগম, মর্জিনা বানু, মাহবুবা আক্তার, শামিমা  আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেনের স্বাক্ষরিত এক পত্রে তাদের এ নোটিশ দেওয়া হয়।

অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুপুর ২টা ৩০মিনিটে দিকে বন্ধ করে দেয় ওই বিদ্যালয়ের শিক্ষকরা। যেখানে বিকেল ৪টার দিকে ছুটি দেওয়ার কথা। তাই চিলাহাটি বাজার আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ ছাড়াও ওই শিক্ষকদের নামে প্রতিদিনই নির্ধারিত সময়ের আগে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয় বন্ধ করে দিয়ে চলে যাওয়ারও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন বলেন, আমরা জানতে পারি যে, চিলাহাটি বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হামিদা খাতুন গতকাল মঙ্গলবার দুপুর ২.৩০মিনিটে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয় বন্ধ করে দেন। এ কারণে পাঁচজন শিক্ষককে তিন কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন বলেন, আমি বিষয়টি শুনেছি। ঘটনাটি সত্য প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ওআরকে/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৩)