কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি গাছ কর্তন করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং তার ভাইয়ের বিরুদ্ধে। ওই নেতা সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধরনীধরদী গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে মো. মজিবুর শেখ ও তার আপন ভাই আফসার শেখ।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ডিগ্রী কলেজের পেছনের সরকারি সড়কের পাশ থেকে মূল্যেবান একটা রেন্টি গাছ গত বুধবার (৮ ফেব্রুয়ারি) কেটে নিয়েছে।

স্থানীয় একাধিক লোক জানান, এর আগেও আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে ওই নেতা বিভিন্ন স্থানের সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করেছেন। তাদের বিরুদ্ধে ফৌজদারি ও চাঁদাবাজি মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে মো. মজিবুর শেখ বলেন, রাস্তার হলেও গাছটি আমাদের লাগানো। গাছটি বিক্রি করা হয়নি, নিজেজের গোহাইল ঘরের কাজে লাগানো হয়েছে ।

এ রাস্তার পাশ থেকে প্রায় দুই থেকে তিন হাজার গাছ কেটে নিয়েছে স্থানীয় জমির মালিকরা। সে জন্য আমিও গাছটি কেটে নিয়েছি।

উপজেলার সহকারি বন কর্মকর্তা শাহাদত হোসেন জানান, ফরিদপুর গাছের লট নিয়ে ব্যস্ত থাকার করণে ঘটনা স্থলে যাওয়া হয়নি। তবে গাছ কর্তনকারী মুজিবর শেখকে বলা হয়েছে গাছটি তার হেফাজতে রাখতে। ঘটনা স্থলে গিয়ে দেখে গাছ আমাদের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাতৈর ইউনিয়ন ভূমি কর্মকর্তা শেখ ফরিদ আহমেদ বলেন, বিষয়টা আমার জানা নেই। তবে ইউএনও স্যারকে বলে ব্যবস্থা গ্রহন করা হবে।

(কেএফ/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৩)