নগরকান্দা (ফরিদপুর)  প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্হানে গড়ে উঠেছে অবৈধ স'মিল। আইনের কোন নিয়মনীতি না মেনেই শুধু স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে চলছে এসকল অবৈধ স'মিল।উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বিনকদিয়া বাজারের পাশে লালমিয়া নামে এক ব্যক্তি নতুন করে স'মিল গড়ে তুলছে। স'মিল গড়ে তুলার বিষয় তিনি বলেন ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স আনছি পর্যায় ক্রমে সব কাগজপত্র ব্যবস্থা হয়ে যাবে।

উপজেলার বিভিন্ন বাজার, মোড়ে,বাড়িতে এসকল অবৈধ স'মিল গড়েতুলে শব্দ দূশণ, পরিবেশের ক্ষতি ও স'মিল গুলোতে চারাগাছ চেরাই করা হচ্ছে। আইনী নিয়মনীতি না মেনে স'মিল মালিকরা তাদের স'মিল চালিয়ে যাচ্ছে। এব্যাপারে নগরকান্দা বন কর্মকর্তা ফকরুদ্দিন বলেন, যে সকল স'মিল কোন কাগজপত্র ছাড়া অবৈধ ভাবে চলছে বা পরিবেশ নষ্ট করে আইনবহির্ভূত কাজ করবে তাদে বিরুদ্ধে আমরা প্রশাসনিক ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অচিরেই ইউএনও স্যার'কে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

(পিবি/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৩)