স্পোর্টস ডেস্ক, ঢাকা : বার্সেলোনা কোচ লুইস এনরিকের কথা শুনেও শুনছেন না লিওনেল মেসি। স্প্যানিশ টিভি ‘লা সেক্সটা’ অভিনব এক দাবি তুলেছেন। কিন্তু কীভাবে? ঘটনা হলো- শনিবার স্প্যানিশ লা লিগার ম্যাচে খেলার ৭৩ মিনিটের সময় এনরিকে নাকি লিও লিও বলে চিৎকার করেন।

কারণ, মেসিকে তখন মাঠ থেকে তুলে নিতে চাইছিলেন এই স্প্যানিয়ার্ড ম্যানেজার। তবে কোচের কথায় কর্ণপাত করছিলেন না এমএলটেন। লা লিগায় রেকর্ড ২৫০ গোলের মাইলফলক স্পর্শ করার ম্যাচে আরো খেলতে চাইছিলেন মেসি।

যদিও সামনের রিয়াল মাদ্রিদ ম্যাচকে ঘিরে ফুটবলের ক্ষুদে যাদুকরকে সজীব রাখতে চাইছে টিম ম্যানেজম্যান্ট। এদিকে মেসি কোচের ডাক না শুনলেও এনরিকে তো মুনির আল হাদ্দাদিকে ডাগ আউট থেকে উঠিয়ে মাঠে নামানোর জন্য প্রস্তুত করে ফেলেছিলেন।

ম্যাচ অফিশিয়ালদেরও খেলোয়াড় পরিবর্তনের বিষয়টি জানিয়ে দেন। ফলে অনেকটা বাধ্য হয়েই মেসির বদলে নেইমারকে উঠিয়ে নেন এনরিকে। এ নিয়ে বার্সা কোচ কোনো অসন্তোষ প্রকাশ না করলেও বিষয়টি চাউর হওয়া অনেককে অবাক করে তুলেছে।

(ওএস/পি/অক্টোবর ২০, ২০১৪)