দিলীপ চন্দ, ফরিদপুর : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ও অস্থিরতা তৈরির প্রতিবাদে  শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায়  ফরিদপুর শহরের  হাসিবুল হাসান   লাভলু সড়কের  শেখ রাসেল স্কয়ারে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুর রহমান, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, শ্যামল কুমার ব্যানার্জি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্না হাসান, যুগ্ম সম্পাদক পৌর মেয়র অমিতাভ বোস, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু ‌।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নেওয়াজ জামান সজীব ও‌ দপ্তর সম্পাদক আলী আজগর।

এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শান্তি সমাবেশে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ঐ সময়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান মন্ত্রী হবেন জননেত্রী শেখ হাসিনা এর কোন বিকল্প নেই। তিনি আরও বলেন আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ভাবেই অনুষ্ঠিত হবে এবং জনগন যদি বিএনপিকে ভোট দেয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু যদি নির্বাচন বানচাল করার বা জনগনের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হয় তাহলে আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না।

সভায় অন্যান্য নেতৃবৃন্দ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনেই ঐ বিএনপি জামায়াত দেশে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পায়তারা করছে। কিন্তু তাদের এই অপচেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে থেকে প্রতিহত করবে। তারা আরও বলেন আগামী মার্চ মাসে সদর উপজেলার ১১ টি ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী যারা হবেন তাদের বিরুদ্ধে দলীয় কোন বিদ্রোহী প্রার্থী হলে অন্য দলের প্রার্থীর আগে বিদ্রোহী প্রার্থীকে প্রতিহত করা হবে।

এর আগে শান্তি সমাবেশ সফল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মিছিল সহকারে সমাবেশ স্থলে এসে যোগ দেন।

(ডিসি/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৩)