কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর একটি আভিযানিক দল সোমবার কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া চৌরাস্তা কমার্স গার্ডেন কোচিং সেন্টার এর পিছনে পুরাতন ফায়ার সার্ভিস মাঠে অভিযান পরিচালনা করে।

এ সময় এক জন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে হারুয়া চৌরাস্তা কমার্স গার্ডেন কোচিং সেন্টার এর পিছনে পুরাতন ফায়ার সার্ভিস মাঠে অপেক্ষা করছিল।

পরে র‌্যাবের একটি চৌকষ দল অভিযান পরিচালনা করে ১০পিছ ইয়াবাসহ নাদীম মিয়া (২৫) কে গ্রেপ্তার করে। পরে নাদীম মিয়াকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


(ইউএস/এসসি/অক্টোবর২০,২০১৪)