কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : দৈনিক যায়য়ায় দিন পত্রিকার ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রতিনিধি দীপংকর পোদ্দার অপুকে উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন ডেকে নিয়ে তার নিজের এবং প্রশাসনের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার হুমকি দেন।

জানা যায়, বোয়ালমারীতে তিন ফসলী জমি থেকে ব্যাপক হারে মাটি কেটে নিচ্ছে স্থানীয় ইটভাটা মালিকগণ। এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেও কোন প্রতিকার না পেয়ে দীপংকর পোদ্দার সহ স্থানীয় মিডিয়া কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জিঞ্জাসা করেন, এ ব্যাপারে তাঁর কোন সম্মতি আছে কিনা? এ ছাড়া ব্রিজ এবং জনবসতি এলাকা থেকে বালু উত্তোলন করে কিছু সরকারি নিচু খাস জায়গা ভরাট করা বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সংশ্লিষ্টতার সংবাদ সংবাদপত্র ও নিউজ পোর্টালে প্রকাশিত হলে মোশারেফ হোসাইন (ইউএনও) জনৈক সংবাদ কর্মী ও শিক্ষকের প্ররোচনায় দীপংকর পোদ্দার অপুকে ডেকে নিয়ে হুমকি দেন।

এ ঘটনার পর স্থানীয় দৈনিক, সাপ্তাহিক এবং নিউজ পোর্টালের সংবাদ কর্মীগণ ইউএনও মোশারেফ হোসাইনের ইতিবাচক সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়।

(কেএফ/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৩)