ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : রাজনীতির মাঠে একে অন্যের চরম প্রতিদ্বন্দ্বী হলেও বিশ্ব ভালোবাসা দিবসে সব ভেদাভেদ ভুলে এক মঞ্চে দাঁড়ালেন আওয়ামী লীগ-বিএনপির নেতৃবৃন্দ। সমসাময়িক কালে এমন বিরল দৃশ্যের অবতারণা হলো নীলফামারীতে। বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন এবং ব্লু পিজেন্ট নামের একটি স্থানীয় ব্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাজারো মানুষ প্রত্যক্ষ করলো এমন আয়োজন।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ব্লু পিজেন্ট ব্যান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে জমকালো আয়োজনে পরিবেশিত হয় বিশেষ সঙ্গীতানুষ্ঠান।

এই অনুষ্ঠানে নীলফামারীতে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত দম্পতিদের ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। এই অনুষ্ঠানে সন্মাননা দেওয়া হয়েছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও তার সহধর্মিণী, জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক ও তার সহধর্মিণী, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু ও তার সহধর্মিণী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো ও তার সহধর্মিণী।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম উপস্থিত না থাকলেও অনুষ্ঠানে উপস্থিত হয়ে গান পরিবেশন করেছেন তার সহধর্মিণী জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি তাসনিম ফওজিয়া ওপেল।

(ওআরকে/এএস/১৫ ফেব্রুয়ারি, ২০২৩)