কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিরগ্রাম হাই স্কুলের  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম খেলার মাঠে বার্ষিক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।

বিদ্যালয়টির সভাপতি কাজী শাহজাহান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ম-সচিব মো. জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. কামাল উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আসাদুল করিম, আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান প্রমুখ। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কাজী সিরাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। তিনি ক্ষমতা ছেড়ে দিলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যায়। আগামী নির্বাচনেও আমরা শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখতে চাই। তিনি বলেন,আগামী নির্বাচনে ফরিদপুর ১ আসনে যিনি নৌকা প্রতীক নিয়ে আসবেন, এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকেই আপনারা ভোট দিবেন।

(কেএফ/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৩)