স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : যশোরের কেশবপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি প্রেমিকা অনশন করছে। জানা যায়, উপজেলার কেদারপুর গ্রামের কেসমত আলীর ছেলে মোঃ মাহাবুবুর রহমানের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ঘটে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবপুর থানার কালুপুর গ্রামের আব্দুল সাত্তারের কন্যা মেহরিন আক্তার নিশার (২২)। পরিচয় থেকে পরিণয়। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলার পর গেল বৃহস্পতিবার রাতে প্রেমিকা নিশা বিয়ের দাবি নিয়ে প্রেমিক মাহাবুবুরের বাড়িতে চলে আসে। মাহাবুবুর রহমান রাজবাড়ি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

এলাকাবাসী বিষয়টি জানতে পারলে ৫ নম্বর মঙ্গলকোর্ট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলামের মাধ্যমে ইউপি সদস্য আমেনা খাতুনের বাড়িতে নিশাকে রাখা হয়। পরে সেখানে নিশা ঘুষের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে নিশা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এই বিষয়ে জানতে প্রেমিক মাহাবুবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন,

প্রেমিকা মেহরিন আক্তার নিশা অসুস্থ থাকার কারণে সাংবাদিকদের সাথে কোনো প্রকার কথা বলতে পারেনি।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, প্রেমের ঘটনার জের ধরে মেয়েটি চলে এসেছে। মেয়ের অভিভাবকরা আসছে থানা পুলিশের সহযোগিতায় বিষয়টির সমাধান করা হবে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তার পরামর্শ মোতাবেক মেয়েটির অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা রওনা হয়েছেন। প্রাথমিক ভাবে মেয়েটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে উভয় পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠ সমাধান করা হবে।

(এসএ/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৩)