আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) উপজেলা শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দিনব্যাপী উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রায় ৩’শ দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাইদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন আদমদীঘি কমিটির সভাপতি এমআর সাগর আহম্মেদ, নির্বাহী সভাপতি ডাঃ তানজিনা আক্তার তানিয়া, সহ সভাপতি খাদিজা তাহেরা মেমি, রাজিয়া সুলতানা, জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসুলা বেগম লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল হোসেন, অর্থ সম্পাদক মাজেদুল হক আকন্দ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ সঞ্জয় কুমার ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমাইয়া তাবাসুম জান্নাত প্রমূখ।


(এস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৩)