কুষ্টিয়া প্রতিনিধি : নব্বই বছর অতিক্রান্ত দরিদ্র আদিবাসী বিমলা রানী দাশীর ভাগ্যে আজও জোটেনি বয়স্ক ভাতার কার্ড। তিনি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আদিবাসী সর্দারপাড়া গ্রামের মৃত অশ্বিণ সর্দারের স্ত্রী।

একমাত্র মেয়ের সাথে আদিবাসী পাড়ায় বসবাস করলেও তাকে ভরণ-পোষণের সামর্থ্য নেই মেয়ের। তাই বৃদ্ধা বিমলাকে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করতে হয়।

তিনি আক্ষেপ করে জানান, বাবারে আর কি বলব, চেয়ারম্যান-মেম্বারদের কাছে বলে আমার কোন কাজ হয় না। তাই পেটের তাগিদে আশপাশের গ্রামে, হাট-বাজারে ভিক্ষা করি।

এ ব্যাপারে মিরপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুরাদ হোসেন জানান, হতদরিদ্র বিমলা রানী দাশী কেন সরকারের বয়স্ক ভাতার তালিকাভুক্ত হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে।

(কেকে/এনডি/অক্টোবর ২১, ২০১৪)