জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : মঙ্গলবার মধ্যরাত থেকে সবার পথ এসে মিলেছে এক অভিন্ন গন্তব্যে আর কন্ঠে ছিলো "আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী / আমি কি ভুলিতে পারি"। ৭১ বছর পূর্বে ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার সম্মানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইতিহাসে চির অমর ভাষা সৈনিকদের স্মরণে মাতৃভাষাপ্রেমী সর্বস্তরের মানুষের ঢল নেমেছিলো রাস্তায়। শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নির্মিত টঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশ ও পেশাজীবিসহ সকল শ্রেণি-পেশার মানুষ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও দিনজুড়ে টঙ্গীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অমর একুশে পালিত হয়েছে এবং রয়েছে সামাজিক ও সাংস্কৃতিকসহ নানা আয়োজন। 

টঙ্গীর কেন্দ্রীয় শহীদ বেদিতে মধ্যরাতে পুস্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের জন্য দোয়া করেছেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আজমত উল্লা খান, সংরক্ষিত আসনের সাংসদ সামসুন নাহার ভূইয়া এমপি, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর সিটি কর্পোরেশন কাউন্সিলর নুরুল ইসলাম, আবুল হোসেন, গিয়াস উদ্দিন সরকার, নাসির উদ্দিন মোল্লা, ফজলুল হক, জয়নাল আবেদিন বিএ,সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

(জেজে/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৩)