দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি” এর আওতায় বাস্তবায়নাধীন লিড এনজিও এসো জাতি গড়ি (এজাগ) এর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিখন কেন্দ্রসমুহের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, ছড়া, কবিতা, গান ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজমঙ্গলবার সকালে ফরিদপুর পৌরসভার কমলাপুরে দু'টি শিখন কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন এসা জাতি গড়ি (এজাগ) এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, শামীমা আক্তার, হিসাব রক্ষন কর্মকর্তা লিপি আক্তার, সুপারভাইজার নুসরাত জাহান লোপা, শিক্ষিকা লাইলি আক্তার ও তানিয়া আক্তার, সিএমসি কমিটির সভাপতি নাসিমা বেগম, শিখন কেন্দ্র নং ৭৮ এর সিএমসি কমিটির সভাপতি রীনা আক্তার, মোঃ আব্দুল করিম পাল, মোসাম্মাৎ লিলি আক্তার, বন্যা আক্তার, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আজকের এই কর্মসুচি ফরিদপুর সদর, সালথা, আলফাডাঙ্গা, মধুখালী, ভাংগা, সদরপুর উপজেলা ও ফরিদপুর পৌরসভার সর্বমোট ৫২০ টি শিখন কেন্দ্রে পালিত হচ্ছে।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৩)