মাদারীপুর প্রতিনিধি : বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও গণস্বাক্ষরতা অভিযান যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক সিকদার। 

এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম।

‘মান সম্মত শিক্ষাদানে অঙ্গীকার, চাই শিক্ষকের ন্যায্য অধিকার’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম মিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুর রহমান বাচ্চু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নিয়ামত হোসেন, মো. আবদুস সবুর মিয়া, দিলওয়ারা বেগম, খান মো. মিজানুর রহমান, আসাদুজ্জামান প্রমুখ।

(এএসএ/এএস/অক্টোবর ২১, ২০১৪)