দিলীপ চন্দ, ফরিদপুর : চরভদ্রাসন উপজেলায় অবৈধ জমি নিয়ে বিরোধের জড়িয়ে পরে বিএনপি যুবদল ও ছাত্রদল দুই নেতা। চরভদ্রাসন উপজেলায় উপজেলা পরিষদের সামনে জমি নিয়ে বিরোধের জেরে চরভদ্রাসন উপজেলা যুবদলের ভূমিপুত্র শেখ গোলাম মোস্তফার নেতৃত্বে যুবলীগ নেতা গিয়াস মোল্লা ও শামীম মোল্লা (ভাড়াটে) রড, হকিস্টিক, রামদা অস্ত্র নিয়ে ছাত্রদলের সাবেক ভিপি চরভদ্রাসন সরকারি কলেজের গোলাম মস্তফা মোল্লা তার চাচাত ভাই রাজ্জাক মোল্লাকে বিবস্ত্র ভাবে সন্ধ্যা উপজেলা পরিষদের সামনে হত্যার উদ্দেশ্য হামলা করেন।

ঘটনাস্থল থেকে জানা যায়, চরভদ্রাসন উপজেলার সাবেক বিএনপির সভাপতি মোতা কাজীর জায়গা দখল করে যুবদল নেতা শেখ গোলাম মস্তফা, যুবলীগ নেতা গিয়াস মোল্লা, লিয়াকত আলী মোল্লা ও জাকের পার্টির সাবেক নেতা আসলাম মোল্লা। জায়গা একটি আংশ আবার ক্রয় সুত্রে দাবি করেন ছাত্রদল নেতা গোলাম মস্তফা (সাবেক ভিপি) রাজ্জাক মোল্লা ও যুবলীগ নেতা রাসেল মন্ডল। এরা উভয়ে দাবি করেন জমি তাদের। চরভদ্রাসন উপজেলা বাজারে ১/২ কি: মধ্যে জমি জমা সংক্রান্ত সকল ঘটনা পিছনে বড় এক নেতার সংলিষ্টা হাতের ইশারায় হয় বলে এলাকাবাসী দাবি করেন, কিন্তুু ভয়ে এলাকাবাসী প্রকাশ্য মুখ খুলতে পারে না । আহত ভিপি গোলাম মস্তফা ও রাজ্জাক মোল্লা চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তী রয়েছে।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৩)