ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী শহরের পৌর মার্কেটের এক প্রান্তে আওয়ামী লীগের 'শান্তি সমাবেশ' অপর প্রান্তে বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। শুক্রবার পৌর মার্কেটের উত্তর দিকে আওয়ামী লীগ সমাবেশের জন্য মঞ্চ তৈরি সম্পন্ন করেছে, জেলা বিএনপিও মার্কেটের দক্ষিণ দিকে তাদের পদযাত্রার মঞ্চ তৈরি সম্পন্ন করেছে।

বিএনপি জামায়াতের নৈরাজ্য আগুন সন্ত্রাস গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে নীলফামারী জেলা আওয়ামী লীগ আজ শনিবার শান্তির সমাবেশের ঘোষণা দিয়েছে। শহরের পৌর মার্কেট এলাকায় সকাল সাড়ে দশটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, 'ফ্যাসিবাদী' সরকারের পদত্যাগ, 'আওয়ামী সন্ত্রাস-নির্যাতনের বিরুদ্ধে' এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে নীলফামারীতে আজ শনিবার শহরের পৌর মার্কেটের দক্ষিণ দিকে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠানের ঘোষণা আছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জেলা বিএনপির সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টায় শহরের পৌর মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেবেন।

(ওআরকে/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০২৩)