নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর আয়োজনে আজ শনিবার সকাল ১০ ঘটিকায় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনী -২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ সাইফুল ইসলাম এর সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, পৌর কাউন্সিলর আমিন ফকির, মহিলা কাউন্সিলর পারুলি আক্তার সহ প্রদর্শনীতে আসা খামারিরা।উপস্থিত অথিথিরা এসময় প্রদর্শনী স্টিল গুলো প্রদর্শন করেন।

এবছর প্রদর্শনী স্টল গুলোতে গবাদি পশু ষাড - শাইওয়াল, ফ্রিজিয়ান, সিন্দি কালো, সিন্দি লাল জাতের ষাড় ও গাভী- শাহীওয়াল,হলস্টিন ফ্রিজিয়ান, জার্সি, সিন্দি জাতের গাভী স্টলে দেখা মেলে।এছাড়া ছাগল - তোতা পুরী, যমুনা পাড়ি,ব্ল্যাক বেঙ্গল, ভেড়া, কবুতর, মুরগী প্রদর্শনী স্টল গুলোতে দেখা যায়। গবাদী পশু পাখির চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ঔষধ কম্পানীর ঔষধ প্রদর্শনী স্টল সহ বিভিন্ন প্রকার পিঠা প্রদর্শনী স্টলেও প্রদর্শন জন্য রাখা হয়।প্রদর্শনী শেষে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর থেকে খামারিদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

(পিবি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৩)