ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের স্বাগত বক্তব্যের পর সেশন পরিচালনা করেন ময়মনসিংহ মহিলা টিচার্স কলেজের উপাধ্যক্ষ রেজাউল হক, ইউএনও মোসা. হাফিজা জেসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাহিদুল হক।

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলার বিভিন্ন বিভাগীয় দপ্তরের প্রধান, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

(এন/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৩)