কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বশীর শরীফ, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সহস্রাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাফিল মোল্লা, সমাজ সেবক কাজী নজরুল ইসলাম, সমাজ সেবক হাফিজুর রহমান মঞ্জু, উপজেলা কৃষকলীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা পারভীন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল গোপালগঞ্জের কনসালটেন্ট ডা. মশিউল আলম বিপুল। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে রবিবার রাতে প্রধান অতিথি ও তাঁর সফর সঙ্গীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনারা কি দেশের উন্নয়ন চান? দেশের উন্নয়ন চাইলে নৌকায় আর না চাইলে যেখানে খুশি ভোট দিতে পারেন। তিনি বলেন, আমি ঢাকা থেকে বোয়ালমারী আসতে ফেরিঘাটে চার ঘন্টা বসে থাকতাম,আজ মাত্র দুই ঘন্টায় পৌঁছেছি।

(কেএফ/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৩)