নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় জাতীয় বীমা দিবস র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

"আমার বীমা আমার সম্পদ - বীমা করলে থাকবে নিরাপদ" এই প্রতিপাদ্য ও 'সফল হউক স্বার্থক হউক' এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক এর নেতৃত্বে বিশাল এক র‍্যালী উপজেলা পরিষদের চত্বর হতে বের হয়ে নগরকান্দা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফ সারোয়ার মোর্শেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, মেঘনা লাইফ ইনস্যুরেন্সের জোনাল কর্মকর্তা সুমি জাহাঙ্গীর, কর্মকর্তা মশিউর রহমান মামুন, ফিল্ড কর্মকর্তা মাহমুদা আক্তার, শামসুন্নাহার, মোসাঃ রোকেয়া বেগম, হাসনা আক্তার প্রমুখ।

জীবন বীমা, সাধারণ বীমা, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সসহ অন্যান্ন বীমা প্রতিষ্ঠান নগরকান্দায় তাদের সেবা প্রদান করে যাচ্ছে। প্রতি বছর পহেলা মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

(পিবি/এসপি/মার্চ ০১, ২০২৩)