সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্ত দিয়ে অবৈধপথে কয়লা পাচারের সময় ভারতীয় এক নাগরিকসহ তিন চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোররাতে টেকেরঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রওশন জামিলের নেতৃত্বে অভিযান চালিয়ে বড়ছড়া শুল্কবন্দর সংলগ্ন বুরঙ্গাছড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আসা এক মেট্রিকটন কয়লা জব্দ করে বিজিবি। আটককৃতরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বুরঙ্গাছড়া গ্রামের মৃত: আব্দুল হান্নানের ছেলে মহিবুর রহমান (২৮), একই গ্রামের মৃত: আবু হানিফার ছেলে কাউসার আহমদ (২৯) এবং ভারতের শিলং জেলার গোমাঘাট থানার বড়ছড়া ৪নং বস্তির বাসিন্দা মৃত: সুটা দাসের ছেলে জন মারাক (৩০)। এ সময় রফিকুল ইসলাম নামের অপর আরেক চোরাচালানি পালিয়ে যায় বলে বিজিবি সূত্র জানিয়েছে।

সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, আটককৃত ও পালিয়ে যাওয়া অপর চোরাচালানির বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, জেলার প্রায় ৯৭কিলোমিটার সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও যে কোন অপতৎপরতারোধে বিজিবি জোর তৎপরতা অব্যাহত রেখেছে।

(ওএস/এইচআর/অক্টোবর ২২, ২০১৪)