ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বালিকাদের বাইসাইকেল র‌্যালী শহর প্রদক্ষিণ করেছে।

'ডিজিটাল পদ্ধতির উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন' এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন হলো। নীলফামারী জেলা নারী যোগাযোগ কেন্দ্রের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

নীলফামারী জেলা নারী যোগাযোগ কেন্দ্রের আহবায়ক ফরিদা খানম এনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদয়ঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, কান্ট্রি ডিরেক্টর ডিয়াকুনিয়া খদেজা সুলতানা লোপা, এশিয়া রিজিওনাল ডিরেক্টর ক্রিস্টার ওন্নার এডলফসন।

বক্তারা বলেন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পিছিয়ে পড়া অবস্থা থেকে এগিয়ে যাওয়ার পথ উন্মুক্ত হবে। নারীরা লেখাপড়ায় এগিয়ে যাবে, তারা নিজের পায়ে দাঁড়াবে। নারীরা দেশ গঠনে আর দশ জনের মতো সমানভাবে অবদান রাখবে।

(ওকে/এসপি/মার্চ ০৬, ২০২৩)