ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রাজস্ব প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত চলা এ বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষ্যে সোমাবার র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, উক্ত ক্যাম্পেইন চলাকালে জমির রেকর্ডীয় মালিকের এনআইডি, মোবাইল নম্বর ও রেকর্ডীয় মালিক মৃত হলে ওয়ারিশান সনদ নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে ভূমির মালিকরা দ্রুত সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। ক্যাম্পেইন শেষে প্রতি ইউনিয়নে ১০ জন করে সর্বোচ্চ করদাতাকে সম্মাননা প্রদান করা হবে।

ক্যাম্পেইনের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, খাজনা আদায়ের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে আর যারা খাজনা যারা দিবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন জানান, রাজন্ব আদায় বৃদ্ধিতে ভূমি উন্নয়ন করের একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে। সেক্ষেত্রে ভূমি উন্নয়ন কর সঠিক সময়ে পরিশোধ করা হলে রাজস্ব আদায় বাড়বে। ভূমি উন্নয়ন কর প্রদানে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো কর পরিশোধ করাই বিশেষ ক্যাম্পেইনের মুল লক্ষ্য।

(এন/এসপি/মার্চ ০৬, ২০২৩)