কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য বন্দর আলীপুরে বরফ দিয়ে মাছের ডোলের সাথে পাচারকালে সাতটি ধরা নিষিদ্ধ বিলুপ্ত প্রজাতির শাপলাপাতা মাছ জব্দ করেছে কোষ্টগার্ড ও মৎস্য বিভাগ। যার ওজন প্রায়য় সাড়ে পাঁচ মন।

সোমবার বিকালে কলাপাড়া নিজামপুর কোষ্টগার্ডের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে বিএফডিসি মার্কেট সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে বিশেষভাবে প্রক্রিয়াজাত করা অবস্থায় এ শাপলা পাতা মাছ জব্দ করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে ওই ঘরের মালিক ও পাচারকারীরা পালিয়ে যায়। জব্দ করা শাপলাপাতা মাছ মাটিতে পুঁতে ফেলা হয়।

শীত মৌসুমের মাঝামাঝি থেকে আলীপুর ও মহিপুরের একাধিক ব্যবসায়ী সমুদ্র থেকে আহরিত বিভিন্ন সাইজের শাপলাপাতা মাছ খাপড়াভাঙ্গা নদী পথে মৎস্য বন্দরে এনে ক্রয় বিক্রয় করে আসছে। এসব মাছ গোপনে কেটে পাঁচশ থেকে আটশ টাকা কেজি দরেও বিক্রি করে আসছে ওই চক্রটি। এমন খবরে কোষ্টগার্ডের টিম এ অভিযান চালায়। সামুদ্রিক ধরা নিষিদ্ধ মাছ ক্রয় ও বিক্রয় বন্ধে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে কোষ্টগার্ড ও মৎস্য কর্মকর্তারা জানান।

(এমকেআর/এএস/মার্চ ০৭, ২০২৩)