ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানের  দিনটিতে নানান কর্মসূচীর মাধ্যমে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় সরকারী ও বেসরকারী ভাবে পালন করা হচ্ছে।

জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দফতর ও জেলা উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানান আয়োজনে দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।

আজ সূর্যদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ৯টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগণ বীরমুক্তিযোদ্ধাগণ, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা স্কাউটস, জেলা রোভার স্কাউটস ও সামাজিক সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পপমাল্য অর্পণ শেষে জেলা আওয়ামী লীগের সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে দলটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ বাঙালী জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো।

অপর দিকে বেলা ৩টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বীর মুক্তিযোদ্ধারা ৭ মার্চের উপর সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সরকারি ভাবে দিনব্যাপী নানান কর্মসুচী রয়েছে। এছাড়া দিনব্যাপি কর্মসূচীতে জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ৭ই মার্চে প্রদত্ত ভাষণ প্রচার, আলোচকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর ডকুমেন্টারি প্রদর্শনী, মুক্তিযুদ্ধ চলচ্চিত্র প্রদর্শনী, শিশু একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য আয়োজন করেছে। অনুরূপভাবে জেলার ৬ উপজেলায় ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

(ওআরকে/এএস/মার্চ ০৭, ২০২৩)