স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর পক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল-২ তে মীর কাসেমের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে উপস্থিত রয়েছেন প্রসিকিউটর জিয়াদ আল মালুম।

এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে।

গত ২৩ এপ্রিল আসামিপক্ষের দ্বিতীয় ও তৃতীয় সাফাই সাক্ষি মোহ্ম্মদ আলী ও আবু তাহেরের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার। সাক্ষীদের জবানবন্দি শেষে তাদেরকে জেরা করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।

এখন পর্যন্ত এ মামলায় মীর কাসেম আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদকসহ মোট সাক্ষ্য দিয়েছেন ২৪ জন ব্যক্তি। আর সাফাই সাক্ষ্য দিয়েছেন তিনজন।

উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৪টি অভিযোগের মধ্যে ৮ জনকে নির্যাতনের পর হত্যা, লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগও রয়েছে।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে গত বছর ১৭ জুন গ্রেপ্তার করা হয়। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

(ওএস/এটি/এপ্রিল ২৯, ২০১৪)