কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর চিলমারী ইউনিয়নের মানিকের চর এলাকা থেকে দুই চাঁদাবাজ কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১২ ও থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা চিলমারী ইউনিয়নের পদ্মা নদীর মানিকের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের নিকট থেকে চাঁদা আদায়কালে বুধবার ভোরাতে অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা থানার লক্ষীনগর গ্রামের মৃত আজগর শিকদারের ছেলে খোয়াজ শিকদার (৪৫) ও মৃত হামেদ শেখের ছেলে আজিজুল শেখ (৫৪) কে একটি পাকিস্থানের তৈরী রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।

এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার লেঃ কমান্ডার হায়দার জানান, এই চাঁদাবাজদের ১৭/১৮ জনের একটি গ্রুপ দীর্ঘদিন ধরে চাঁদার বিনিময়ে সেখানে অবৈধভাবে বালু উত্তেলনকারীদের সহায়তা করে আসছিল।

(কেকে/এএস/অক্টোবর ২২, ২০১৪)