ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাংগা উপজেলায় দেহ ব্যবসার অভিযোগে মমতাজ বেগম (৪৫) নামের এক মহিলাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এছাড়া আরো দুই মহিলা রেশমা (৩৫), উর্মি (২১) ও সুমন মোল্লা নামের এক যুবক সহ তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটে সোমবার রাতে উপজেলা পৌর সদরের চৌধুরীকান্দা সদরদী এলাকার একটি ভাড়া বাসায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাংগা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিম উদ্দিন রুবেল। মমতাজের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামে। রেশমার বাড়ি ভাংগা পৌর সদরের চৌধুরীকান্দা গ্রামে। সুমন মোল্লার বাড়ি উপজেলার তুজারপুর গ্রামে।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, এই দেহ ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে ভাংগায় বাসা ভাড়া করে আত্মীয় পরিচয় দিয়ে এ ব্যবসা করে নগদ অর্থ উপার্জন করে। এরা অনেক সময় তাদের ঠিকানাও উল্টাপাল্টা বলে থাকে। মমতাজ, রেশমি আক্তারের সহায়তায় বাসা ভাড়া করে বসবাস করে। সে বিভিন্ন এলাকা থেকে নারী ও খদ্দের সংগ্রহ করে বাসায় নিয়ে যৌনকর্ম করায় বলে স্বীকার করে। এছাড়া বহুদিন ধরে তারা এ কাজে লিপ্ত রয়েছে।

(পিবি/এএস/মার্চ ০৭, ২০২৩)