কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার বলিপাড়া গ্রামে নির্বাচনী প্রচারাভিযান দেখতে এসে সন্ত্রাসী হামলায় আহত ব্রিটিশ নাগরিক ও মুক্তিযোদ্ধা সন্তান মনজুর আহমেদ তার উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি করেছেন।

আজ বুধবার বেলা ১২টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন। একই সাথে ১৬ মার্চ অনুষ্ঠিতব্য বালিয়াতলী ইউনিয়নের ইউপি নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্নের দাবি করেন।

তিনি বলেন, গত ৫ মার্চ বিকালে তার শ্বশুড় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের নির্বাচনী প্রচারণা দেখতে গিয়ে তার পরিবারের উপর হামলা চালায় প্রতিপক্ষ হুমায়ুন কবিরের সমর্থকরা। হামলায় মনজুর ও তার ছেলে আহমেদ আল আমিনও আহত হয়।

তার অভিযোগ ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করা হলেও তিনদিনেও হামলাকারীদের গ্রেফতার করেনি পুলিশ।

সংবাদ সন্মেলনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা সুবেদার আশরাফ আলী বলেন, একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের যদি দেশে নিরাপত্তা না পায় তাহলে কিভাবে নির্বাচনী সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হবে।

সংবাদ সন্মেলনে মনজুর আহমেদের স্ত্রী ব্রিটিশ নাগরিক রেবেকা সুলতানা, মা মাজেদা খাতুনসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, তারা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছেন।

(এমকে/এসপি/মার্চ ০৮, ২০২৩)